হাসকিং মিলের উৎপাদিত চাউলের পুষ্টিগুণ
05-03-2023
Admin
হাসকিং মিলের উৎপাদিত চাউলের পুষ্টিগুণ অপরিসীম। কারণ হাসকিং মিলে ধান ছাঁটাই যে পদ্ধতিতে করা হয়, তাতে চাউলের গায়ে যে পুষ্টিগুণ থাকে তা বিনষ্ট হয় না। অথচ এখন স্বয়ংক্রিয় চাউলকলে আধুনিক প্রযুক্তির মিল মেশিনারিজের সাহায্যে যে চাউল প্রস্তুত করা হয়, তা দেখতে চকচকে হলেও চাউলের উপরিভাগের পুষ্টিগুণ শূন্য হয়ে যায়।
দেশের অধিকাংশ ভোক্তা এখন চকচকে চাউল খেতে চান। ফলে রাসায়নিক ব্যাবহার করে চাউল চকচকে করা হচ্ছে। এতে করে চাউলের পুষ্টিগুণ নষ্ট হচ্ছে। অথচ রোদে শুকানো চাউলের ভাত খেতে মিষ্টি হয় এবং ভাত নরম হয়।
তাই ঘরে বসে রোদে শুকানো হাসকিং মিলের সনাতনী উপায়ে তৈরীকৃত চাউল অর্ডার করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।